যশোরে সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহত ব্যবসায়ীদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে।মাইক্রোবাসের মালিক এস. এম. খালেক জানান, তারা সবাই ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে সোমবার ঢাকা থেকে যশোরে আসেন তারা। দিনের কাজ শেষ করে রাতে খুলনার উদ্দেশে রওনা দেন। পথে যশোর এলাকায় পৌঁছালে তাদের মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।তিনি অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর তাদের কাছে থাকা প্রায় পাঁচ লাখ টাকা, একটি আইফোনসহ কয়েকটি মোবাইল ফোন খোয়া যায়। আহত সফরসঙ্গীদের উদ্ধারে তারা যখন ব্যস্ত ছিলেন, তখন একটি পরিবহন ও স্থানীয় কিছু লোক ঘটনাস্থলে এসে পড়ে। সেই সুযোগে কেউ তাদের টাকা ও মালামাল লুট করে নিয়ে যেতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
হাসপাতালের চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে আব্দুল জলিল ও জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। অপর আহত রহমত আলীর অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা ও লুটের অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে

