যশোরের বেনাপোলে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনকারী যুবক জিহাদী (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১২ জানুয়ারি) রাত ১২টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত জিহাদী বেনাপোল পোর্ট থানার পুড়াবাড়ী নারানপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যরা অত্যন্ত চিন্তিত ছিলেন। গত রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পরিবারের লোকজন তাকে মাদক সেবনে নিষেধ করেন এবং এ বিষয়ে বেশ শাসন করেন। পরিবারের এই শাসন মেনে নিতে না পেরে ক্ষোভে ও অভিমানে তিনি নিজের শয়নকক্ষে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।
জিহাদীর অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

