যশোর প্রতিনিধি: যশোরে নানিকে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন রাহুল বিশ্বাস (৩২) নামে এক যুবক। রোববার রাত ৮টার দিকে শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একদল কিশোর তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
আহত রাহুল বিশ্বাস মনিহার তলাতলা এলাকার শচিন বিশ্বাসের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রাহুল জানান, রোববার রাতে তিনি নীলগঞ্জ মহাশ্মশানে তাঁর প্রয়াত নানীর সমাধিতে মোমবাতি ও আগরবাতি দিতে গিয়েছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ি ফেরার পথে নীলগঞ্জ ব্রিজের কাছে পৌঁছালে ৭-৮ জন কিশোর তাঁর পথরোধ করে।
* বাগবিতণ্ডা: কিশোররা সেখানে যাওয়ার কারণ জানতে চেয়ে অহেতুক তর্কে লিপ্ত হয়।
* হামলা: তর্কের একপর্যায়ে কিশোররা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারপিট শুরু করে।
* গুরুতর জখম: হামলাকারীদের মধ্যে একজন কাঠের লাঠি দিয়ে রাহুলের মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন।
বর্তমান অবস্থা
হামলার পর রাহুল নিজেই কোনোমতে হাসপাতালে পৌঁছান। হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, তাঁর মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করা তথাকথিত ‘কিশোর গ্যাং’-এর সদস্য। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
যশোরে শ্মশান থেকে ফেরার পথে যুবককে পিটিয়ে জখম: নেপথ্যে কিশোর গ্যাং!

