যশোরে মাটির পাত্র কেড়ে নিতে বাধা: বন্ধুসহ কুমারকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আরো পড়ুন

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের বাগডাঙ্গা পালবাড়ী এলাকায় মাটির চাড়ি (পাত্র) জোরপূর্বক কেড়ে নেওয়াকে কেন্দ্র করে দুই যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— বাগডাঙ্গা পালবাড়ী এলাকার অশোক কুমার পালের ছেলে পেশাদার কুমার সাধন কুমার পাল (৩২) এবং তার বন্ধু একই এলাকার মৃত কাজী আব্দুস সোবহানের ছেলে তৈয়েবুর (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাধন কুমার পাল তার বাড়ির আঙিনায় তৈরি করা মাটির চাড়িগুলো গুছিয়ে রাখছিলেন। এসময় একই এলাকার জলিল (৪৪), শাহিন (৩৪) ও খোকন (৩৮) নামের তিন ব্যক্তি সেখানে এসে জোরপূর্বক চাড়িগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাধন এতে বাধা দিলে প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে লাঠি ও দা’য়ের উল্টো পাশ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
সাধনের চিৎকার শুনে তার বন্ধু তৈয়েবুর তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এসময় সন্ত্রাসীরা তৈয়েবুরকে লক্ষ্য করে দা দিয়ে কোপ দিলে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সাধন কুমার পালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও তৈয়েবুরের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

সর্বশেষ