নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে অন্তঃউপজেলা অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। আগামী ২১ ও ২৩ নভেম্বর এই দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
২১ নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে যশোর সদর উপজেলা ও ঝিকরগাছার উপজেলা। ২৩ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে অভয়নগরে বিরুদ্ধে মাঠে নামবে বাঘারপাড়া উপজেলা দল।
এদিকে, বৃহস্পতিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মণিরামপুর উপজেলা মাঠে না আসায় ওয়াকওভার পেয়েছে অভয়নগর উপজেলা ফুটবল দল।
অন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষ

