যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে পারিবারিক বিবাদের জেরে আব্দুল আহাদ (৩০) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তার আপন মামা শ্বশুরের বিরুদ্ধে। আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের সিতারামপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত আব্দুল আহাদ সিতারামপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে আব্দুল আহাদের বাড়িতে তার মামা শ্বশুর আসেন। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মামা শ্বশুর উত্তেজিত হয়ে প্রথমে লাঠি দিয়ে আহাদকে মারপিট করেন এবং পরে সাথে থাকা গাছি দা দিয়ে তার বাম হাতের কনুইয়ের উপরে কোপ দেন।
আহাদের চিৎকারে বাড়ির সদস্য ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত পর্যবেক্ষণের
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহাদের হাতের আঘাতটি বেশ গভীর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। ভিকটিম আব্দুল আহাদ অভিযোগ করে বলেন, “তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি (মামা শ্বশুর) পরিকল্পিতভাবে দা দিয়ে আমাকে আঘাত করেছেন।”
এই ঘটনায় আহাদের পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।?

