আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্দোষ অনিন্দ্য ইসলাম অমিত: শোকজের জবাবে সন্তুষ্ট আদালত

আরো পড়ুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে সশরীরে আদালতে হাজির হয়েছেন যশোর সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে শুনানির পর আদালত তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেছেন।
আদালতের কার্যক্রম ও অব্যাহতি
অমিতের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস জানান, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক জবাব দাখিল করেন। এ সময় আদালত তার বক্তব্য পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। শুনানিকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন:
> “বিচারক অমিতের জবাবে সন্তুষ্ট হয়ে অভিযোগ খারিজ করেছেন। তবে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।”
উল্লেখ্য, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অমিত। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধি লঙ্ঘনের অভিযোগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান তাকে শোকজ করেন। সেই নির্দেশ অনুযায়ী আজ তিনি আদালতে হাজিরা দেন।
সাবেক ছাত্রনেতা মুন্নার জানাজায় নেতৃবৃন্দের শ্রদ্ধা
আদালতের কার্যক্রম শেষে অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত ছাত্রনেতা ও যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মরহুমের কফিন দলীয় পতাকায় আবৃত করেন। এসময় তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের রাজনৈতিক সংগ্রামের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।?

আরো পড়ুন

সর্বশেষ