রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আরো পড়ুন

| খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিকুল বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বাগমারা কদমতলা বালুর মাঠে অবস্থান করছিলেন বিকুল। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।:
হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীরের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দল বা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এলাকায় শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ