যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি ও রাজপথের পরিচিত মুখ এহসানুল হক মুন্না ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এহসানুল হক মুন্না দীর্ঘ সময় ধরে যশোর জেলা যুবদলের নেতৃত্বে ছিলেন। আন্দোলন-সংগ্রামে রাজপথে তার দৃঢ় উপস্থিতি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল। রাজনৈতিক কারণে তিনি বহুবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও দলের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ বর্তমানে যশোরে তার নিজ বাসভবনে রাখা হয়েছে। জানাজার সময় ও স্থান পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে

