যশোরে যৌন নির্যাতনের শিকার শিশুদের অনুসন্ধান, উদ্ধার এবং বিচারিক প্রক্রিয়ায় শিশুবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা পুলিশের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ’ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে নেদারল্যান্ডসের ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এবং আন্তর্জাতিক সংস্থা ‘ফ্রি অ্যা গার্ল’। মূলত শিশুদের প্রতি যৌন সহিংসতা রোধ এবং ভিকটিম শিশুদের আইনি ও মানসিক সুরক্ষা প্রদানই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম-এর সঞ্চালনায় প্রশিক্ষণের শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং মাঠপর্যায়ে এর প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় যশোর জেলার বিভিন্ন থানায় কর্মরত মোট ২৫ জন চৌকস পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
* নিপীড়নের শিকার মেয়ে শিশুদের অনুসন্ধান ও দ্রুত উদ্ধার প্রক্রিয়া।
* ভিকটিমদের প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।
* বিকল্প পন্থায় শিশুদের সমস্যা সমাধান এবং তাদের সামাজিক মর্যাদা রক্ষা।
* আদালতে সাক্ষ্যদান ও বিচারিক প্রক্রিয়ায় শিশুকে বন্ধুসুলভ পরিবেশ প্রদান।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)। তিনি কর্মকর্তাদের পেশাদারিত্বের পাশাপাশি সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন,
> “প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্কে কর্মরত কর্মকর্তাদের আরও বেশি সজাগ ও সোচ্চার হতে হবে। আমাদের কাছে আসা নির্যাতিত শিশুটি যেন পুলিশকে ভয় না পায়, বরং ভরসা পায়। তাদের সঙ্গে এমন বন্ধুবৎসল আচরণ করতে হবে যেন তারা সব খুলে বলতে পারে। নির্যাতনের শিকার প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের সাথে সমন্বয় বৃদ্ধি করা জরুরি।”
প্রশিক্ষণ সেশনগুলো অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশার এবং অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জনাব আহসান হাবীব। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় উদ্ভূত বিভিন্ন আইনি ও ব্যবহারিক সমস্যার সমাধান নিয়ে কর্মকর্তাদের পরামর্শ দেন।
এছাড়াও কর্মশালায় বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এসিডি’র কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং মানতাকা আকতার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা নির্যাতিত শিশুদের উদ্ধার এবং আইনি প্রক্রিয়ায় আরও বেশি মানবিক ও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

