আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বিজিবি। অভিযানে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটারগান ও নয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।:
বিজিবি জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আজমতপুর বিওপির একটি টহল দল শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই তল্লাশি চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।:
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের সম্ভাবনা রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই মাস ধরে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল।:
বিজিবি অধিনায়ক আরও জানান, অস্ত্র, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত ছয় মাসে এই ব্যাটালিয়ন মোট ছয়টি বিদেশি ওয়ান শুটারগান, ১২ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়েছে।
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: দুটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

