ভারতে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে নতুন উত্তাপ ছড়িয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের এমন আক্রমণাত্মক মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।:
সম্প্রতি এক অনুষ্ঠানে তামিম ইকবাল আসন্ন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে আনার বিষয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করেন। তামিম বলেন, যেকোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগের চেয়ে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানের কথা ভাবা জরুরি। তিনি মনে করিয়ে দেন যে, বিসিবির আয়ের সিংহভাগ (প্রায় ৯০-৯৫ শতাংশ) আসে আইসিসি থেকে, তাই পেশাদারিত্ব বজায় রাখা আবশ্যক।
তামিমের এই বক্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে নাজমুল ইসলাম ক্যাপশনে লেখেন, “এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।” একজন দায়িত্বশীল বোর্ড পরিচালকের এমন মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। যদিও ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলেন।
:
সংশ্লিষ্টরা মনে করছেন, এই মন্তব্যের নেপথ্যে বিসিবির অভ্যন্তরীণ পুরনো কোন্দল কাজ করছে। উল্লেখ্য, বর্তমান বিসিবি নির্বাচনে নাজমুল ইসলামের জয়লাভ নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। সে সময় ‘নির্বাচন ফিক্সিংয়ের’ অভিযোগ তুলে তামিম ইকবালসহ ২১ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।
বোর্ড পরিচালকের এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে ক্ষুব্ধ সমর্থক ও সাবেক ক্রিকেটাররা। তারা মনে করছেন, দেশের ক্রিকেটের এই অস্থির সময়ে এমন কাদা ছোড়াছুড়ি ক্রিকেট ও বোর্ডের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করছে।?

