ঢাকার তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার রেশ কাটতে না কাটতেই এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর রহমান উপজেলার ছালাখুর গ্রামের আলম মণ্ডলের ছেলে এবং পাঁচবিবি উপজেলা যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।:
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোস্তফা ও ময়নুলের সঙ্গে ইয়ানুরদের বিরোধ চলছিল। পরিবারের দাবি, এই বিরোধের জেরে পরিকল্পিতভাবে ইয়ানুরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তার মোড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতের বাবা আলম মণ্ডল অভিযোগ করেন, “আগেও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আজ তারা আমার ছেলেকে মেরেই ফেলল।”:
হত্যাকাণ্ডের ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মোস্তফার পুত্রবধূ ইসরাত জাহান কেমি অভিযোগ করেন, মধ্যরাতে ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রাণভয়ে তারা বাড়ি ছেড়ে পালিয়েছিলেন।
:
পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, প্রতিপক্ষের লোকজনই ইয়ানুরকে হত্যা করেছে বলে পরিবার ধারণা করছে। এদিকে পাঁচবিবি থানার ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, প্রাথমিকভাবে একে পারিবারিক কলহ মনে করা হলেও তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে (৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একের পর এক রাজনৈতিক নেতাকর্মী নিহতের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।?
জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা:

