যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ আহত ২

আরো পড়ুন

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বসুন্দিয়া আলামিন প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—বসুন্দিয়া মোড় এলাকার মৃত মোক্তারের ছেলে শফিয়ার রহমান (৫৩) এবং গাইদগাছি গ্রামের লিঠান খন্দকারের ছেলে মোটরসাইকেল চালক সিয়াম (২০)।:
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শফিয়ার রহমান বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা হেলমেটবিহীন মোটরসাইকেল চালক সিয়াম দ্রুতগতিতে বাজারের দিকে যাচ্ছিলেন। আলামিন প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শফিয়ার রহমানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক ও পথচারী উভয়েই পাকা রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
:
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চালকের মাথায় হেলমেট না থাকা এবং অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ।

আরো পড়ুন

সর্বশেষ