শার্শায় ‘ডেভিল হান্ট’ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, শার্শা যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় ১০ পিস ইয়াবাসহ মোসলেম আলী (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার আমলাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মোসলেম আলী শার্শা থানার আমলাই গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার সময় শার্শা থানাধীন আমলাই গ্রামে জনৈক মিজানুর বিশ্বাসের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় মোসলেম আলীকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারুফ হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে এর আগেও ৩টি মাদক মামলা রয়েছে। নতুন এই অপরাধের ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিকে আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ‘ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।?

আরো পড়ুন

সর্বশেষ