যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আরো পড়ুন

যশোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
অনুষ্ঠানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* অপরাধ পরিসংখ্যান: জেলার বর্তমান অপরাধ চিত্রের তুলনামূলক বিশ্লেষণ।
* মামলা তদন্ত: গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতি পর্যালোচনা।
* আইন-শৃঙ্খলা রক্ষা: অপরাধ নিবারণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ কৌশল নির্ধারণ।
* মামলা নিষ্পত্তি: ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করা।
উপস্থিত কর্মকর্তাবৃন্দ:
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব রুহুল আমিনসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া সিআইডি ও পিবিআই-এর প্রতিনিধি, জেলার সকল সার্কেল কর্মকর্তা, প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর এবং ট্রাফিক ইন্সপেক্টরসহ (প্রশাসন) সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ