বেনাপোল ও কাশিপুর সীমান্তে বিজিবি’র বড় অভিযান: বিপুল পরিমাণ মাদক ও পণ্য জব্দ

আরো পড়ুন

যশোরের বেনাপোল ও কাশিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিনব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের সদস্যগণ বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট এবং কাশিপুর সীমান্ত এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া ও গোপন আস্তানা থেকে নিচের মালামালগুলো জব্দ করা হয়:
* মাদকদ্রব্য: ফেন্সিডিল, বিদেশি মদ ও বিপুল পরিমাণ দেশি মদ।
* বস্ত্র সামগ্রী: শাড়ি এবং প্রিমিয়াম কোয়ালিটির শাল চাদর।
* অন্যান্য: বাণিজ্যিক বিপুল পরিমাণ বিদেশি কসমেটিক্স সামগ্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন:
> “সীমান্তে মাদক নির্মূল এবং চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশের অর্থনৈতিক সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের বিশেষ অভিযান এবং কঠোর গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।”
>
জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

আরো পড়ুন

সর্বশেষ