চৌগাছায় আইনজীবীসহ দুজনকে কুপিয়ে জখম

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক | যশোর মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬ যশোরের চৌগাছায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক আইনজীবী ও তার ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া উত্তরপাড়া এলাকায় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— স্থানীয় বাসিন্দা ও পেশায় আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (৪৫) এবং তার মামাতো ভাই মোমিনুর রহমান (৪৬)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সলুয়া উত্তরপাড়ার বাসিন্দা ‘পেরেক বাবু’ হিসেবে পরিচিত বাবু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে অ্যাডভোকেট আজাদের ওপর হামলা চালায়। এসময় তার চিৎকারে মোমিনুর রহমান তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্বজনরা জানিয়েছেন, আহত মোমিনুর রহমান আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। হামলার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ