ব্রুকলিনের কুখ্যাত কারাগারে বন্দি মাদুরো, লড়তে হবে মাদক ও অস্ত্র মামলার বিচার

আরো পড়ুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনস্থ ‘মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে’ (এমডিসি) রাখা হয়েছে। মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের মতো গুরুতর অভিযোগে তাকে এই কুখ্যাত ফেডারেল কারাগারে বন্দি করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোরে মাদুরোকে প্রথমে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে নিউইয়র্কে মার্কিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রক্রিয়া শেষে তাকে ব্রুকলিনের এই ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

আদালত সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্র মামলার শুনানি শুরু হতে পারে। ওই একই আদালতে মাদুরো ও তার স্ত্রীকে হাজির করার কথা থাকলেও শুনানির সুনির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থান সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়েছে। মাদুরো অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আসছেন।
নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এই ‘এমডিসি’ হাই-প্রোফাইল বন্দিদের রাখার জন্য কুখ্যাত। এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং বর্তমান সময়ের আলোচিত র‍্যাপার পি ডিডির মতো ব্যক্তিত্বদের এখানে রাখা হয়েছিল। তবে কারাগারটির অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে গুরুতর সব অভিযোগ রয়েছে।
অমানবিক পরিবেশ, বন্দিদের মধ্যে চরম সহিংসতা এবং কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে এটি প্রায়ই সংবাদ শিরোনামে আসে। উল্লেখ্য, এই কারাগারে এক বন্দিকে ছুরিকাঘাত করার পরও চিকিৎসা না দিয়ে ২৫ দিন নির্জন সেলে আটকে রাখার মতো নৃশংস ঘটনার নজির রয়েছে

আরো পড়ুন

সর্বশেষ