যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, একটি বাইক উদ্ধার

আরো পড়ুন

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে চোরচক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত কয়েক দিনে বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর বিকেলে যশোর সদরের চাঁচড়া চেকপোস্ট এলাকার হাজী ইয়াকুব আলী মার্কেটের সামনে থেকে চঞ্চল হোসেন নামে এক ব্যক্তির একটি ইয়ামাহা এফজেড (ভার্সন-৩) মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হলে তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা।
যশোর ডিবির এসআই শেখ আবু হাসান ও এএসআই লাভলু হোসেনের নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে প্রথমে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে কুদরত মোল্লা (৩২) নামে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার রূপসা থেকে মূল চোর অহিদুল শেখ (৩৫) ও তার সহযোগী লিটন শেখ ওরফে মনিরুজ্জামান শেখকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই সুজুকী জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, গত ২ জানুয়ারি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি টোল প্লাজা এলাকা থেকে চক্রের আরও দুই সদস্য লিটন মিয়া (২৮) ও মো. প্রান্ত মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান:
> “গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার চোর ও চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। তারা অত্যন্ত সুসংগঠিতভাবে এক জেলা থেকে বাইক চুরি করে অন্য জেলায় পাচার ও বিক্রি করে আসছিল।”
>
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত সুজুকী জিক্সার মোটরসাইকেলটির (ঢাকা মেট্রো-ল ৫০-১০৮৬) প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ