ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরের ৬টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে দুই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে যশোর-১ ও যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ মোট ৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া তথ্যের ঘাটতি থাকায় ৪ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
বাতিল ও স্থগিতের তালিকা:
* যশোর-১ (শার্শা): এই আসনে বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি (দলীয় পত্র না থাকায়), আবুল হাসান জহির ও স্বতন্ত্র শাহজাহান আলী গোলদারের (ভোটার স্বাক্ষরে ত্রুটি) মনোনয়ন বাতিল হয়েছে। স্থগিত রাখা হয়েছে বিএনপির নুরুজ্জামান লিটন ও জাপার জাহাঙ্গীর আলমের মনোনয়ন।
* যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): ক্রেডিট কার্ড সংক্রান্ত ঋণ জটিলতায় জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া বিএনপির মোহাম্মদ ইসহাক ও জহুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, ৪ জানুয়ারির মধ্যে জেলার ৬টি আসনের যাচাই-বাছাই সম্পন্ন হবে। বাতিল হওয়া প্রার্থীরা নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন।
সংবাদ ২: তারেক রহমানের নববর্ষের বার্তা
প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সৌহার্দ্যের সমাজ গড়ার আহ্বান তারেক রহমানের
ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বার্তায় তিনি প্রতিহিংসা ও ধ্বংসের রাজনীতি পরিহার করে মানবাধিকার ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “ধ্বংস বা প্রতিশোধ নয়; আসুন আমরা পরমতসহিষ্ণুতা ও শান্তির সমাজ গড়ি।” ২০২৬ সালকে সম্ভাবনা ও সমৃদ্ধির বছর হিসেবে উল্লেখ করে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, পরাজিত গণবিরোধী শক্তির বাধা অতিক্রম করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
সংবাদ ৩: জামায়াত আমিরের ব্যাখ্যা
ভারতের সঙ্গে বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ, গোপন কিছু নয়: ডা. শফিকুর রহমান
ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো ‘গোপন বৈঠক’ হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদের ব্যাখ্যা দেন।
ডা. শফিকুর রহমান জানান, গত বছর অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পর বিভিন্ন দেশের কূটনীতিকদের মতো ভারতের দুইজন কূটনীতিকও তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি বলেন, “এটি কোনো আনুষ্ঠানিক বা গোপন রাজনৈতিক বৈঠক ছিল না, বরং সাধারণ সৌজন্য বিনিময় ছিল।” কিছু গণমাধ্যম বিষয়টিকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার করায় তিনি বিস্ময় প্রকাশ করেন এবং ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা প্রকাশ্যে জানানো হবে বলে নিশ্চিত করেন।?
যশোরে মনোনয়নপত্র যাচাই-বাছাই: জামায়াত নেতা মোসলেহ উদ্দিনসহ ৭ জনের মনোনয়ন বাতিল

