যশোরে জুলাই আন্দোলনের যোদ্ধা এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত

আরো পড়ুন

যশোরে জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী এনাম সিদ্দিকি (৪৫) নিজ গ্রামে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত এনাম সিদ্দিকি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। তাকে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বজনদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকাল সাড়ে আটটার দিকে প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন এনাম। পথে এনায়েতপুর পীরবাড়ির সামনে পৌঁছালে দুই অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরে ধারালো চাকু দিয়ে তার বুক, বাম হাত ও কাঁধে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত ব্যক্তির শরীরে বেশ কয়েকটি গভীর ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।
রাজনৈতিক প্রতিক্রিয়া ও প্রশাসনের পদক্ষেপ
এই ন্যাক্কারজনক হামলার খবর পেয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তার নির্দেশনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে আহত এনামের চিকিৎসার খোঁজখবর নেন।
এদিকে, এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান:
> “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন

সর্বশেষ