আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
:
এই আসনে জমা পড়া ৮টি মনোনয়নপত্রের মধ্যে অর্ধেক অর্থাৎ ৪টি বৈধ এবং ৪টি বাতিল হয়েছে।
* বৈধ প্রার্থী: রশীদ আহমাদ (বিএনপি), গাজী এনামুল হক (জামায়াতে ইসলামী), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
* বাতিল: অসম্পূর্ণ তথ্যের কারণে জাতীয় পার্টির এমএ হালিম এবং ১ শতাংশ ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।
যশোর-৬ (কেশবপুর):
এই আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনেরটি বাতিল বলে গণ্য হয়েছে।
* বৈধ প্রার্থী: আবুল হোসেন আজাদ (বিএনপি), মোক্তার আলী (জামায়াতে ইসলামী) ও মাহমুদ হাসান (এবি পার্টি)।
* বাতিল: দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির জি এম হাসান এবং ঋণখেলাপি হওয়ার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আপিলের সুযোগ:
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে আপিল বিভাগে আবেদন করতে পারবেন।
যশোরে মনোনয়নপত্র যাচাই-বাছাই: ২ আসনে ৭ প্রার্থীর বৈধতা, বাতিল ৬ জনের

