২২ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের: বিচার না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

আরো পড়ুন

| ঢাকা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারকে ‘২২ কার্যদিবসের’ আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে চার্জশিট দাখিল করা না হলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।
বিচার না হলে রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ
অবস্থান কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, “সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমরা গত ২৫ ডিসেম্বর ৩০ কার্যদিবসের সময় দিয়েছিলাম, যার আর মাত্র ২২ দিন বাকি আছে। আমরা সেই কার্যদিবস ধরেই এগোচ্ছি। এর মধ্যে যদি সরকার খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা সরাসরি সরকার পতনের আন্দোলনে যাব।”
তিনি আরও স্পষ্ট করেন যে, ৭ জানুয়ারির মধ্যে কেবল খুনিরা নয়, বরং এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বা নেপথ্যে যারা রয়েছেন, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিতে হবে।
ওসমান হাদিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে জাবের বলেন, “হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও ইনসাফের আন্দোলন শুরু করেছিলেন। একটি মহল মনে করেছে, তাকে সরিয়ে দিতে না পারলে তারা ক্ষমতায় আসতে পারবে না, সীমান্তে লাশ ফেলা যাবে না এবং দিল্লির তাঁবেদারি করা সম্ভব হবে না। মূলত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
আগামীকাল শনিবার থেকে ইনকিলাব মঞ্চ দেশের সকল ‘বাংলাদেশপন্থি’ রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কাছে যাবে বলে জানান এই নেতা। তিনি বলেন, “যারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, তাদের সহযোগিতা চাইব। তবে যারা ভারতের দালালি করে, তাদের কাছে আমরা যাব না।”
এদিন দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নিলে আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। টানা অবস্থান শেষে বিকেল সাড়ে ৫টায় আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
পটভূমি: উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকেই ইনকিলাব মঞ্চ শাহবাগে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে

আরো পড়ুন

সর্বশেষ