যশোরে মনোনয়নপত্র যাচাই-বাছাই: টিএস আইয়ুবসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

আরো পড়ুন

যশোর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোর জেলার নির্বাচনী সমীকরণ বদলাতে শুরু করেছে। শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে যশোর-৩ ও যশোর-৪ আসনে বড় ধরনের ওলটপালট দেখা গেছে। ঋণখেলাপি ও তথ্য বিভ্রাটের কারণে বিএনপির হেভিওয়েট প্রার্থী টিএস আইয়ুবসহ মোট ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
যশোর সদর আসনে জমা পড়া ৬টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বৈধ বলে গণ্য হয়েছে। বাতিল হয়েছে একজনের মনোনয়ন:
: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ শোয়াইব হোসেন। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ঋণখেলাপি হওয়ার কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়। বৈধ প্রার্থী যারা: অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি), আব্দুল কাদের (জামায়াত), খবির গাজী (জাতীয় পার্টি), রাশেদ খান (সিপিবি) ও নিজাম উদ্দিন অমিত (জাগপা)।
২. যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের নাটকীয়তা
এই আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৪ জন। এখানে বিএনপির মূল প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বিকল্প প্রার্থীর ওপর নির্ভর করতে হচ্ছে দলকে।
টিএস আইয়ুব (বিএনপি): ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল ব্রাঞ্চের ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের আপত্তির প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নেন।* ফারহান সাজিদ (স্বতন্ত্র): টিএস আইয়ুবের ছেলে ফারহান সাজিদ স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন। কিন্তু ১ শতাংশ ভোটারের তালিকায় অসত্য তথ্য দেওয়ায় তাঁর মনোনয়নও বাতিল হয়।
সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু (বিএনপি): জেলা বিএনপির সভাপতি সাবু দলীয় মনোনয়ন ফরম জমা দিতে না পারায় তাঁর আবেদন বাতিল হয়েছে।
জহুরুল হক (জাতীয় পার্টি): মনোনয়ন ফরম অসম্পূর্ণ থাকায় তিনি নির্বাচনী দৌড় থেকে ছিটকে গেছেন।* বৈধ প্রার্থী যারা: এই আসনে এখন লড়াইয়ে থাকছেন মতিয়ার রহমান ফারাজী (বিএনপির বিকল্প প্রার্থী), অধ্যাপক গোলাম রসুল (জামায়াত), এম নাজিমউদ্দিন আল আজাদ (স্বতন্ত্র), সুকৃতি কুমার মন্ডল (বিএমজেপি), বায়েজীদ হোসাইন (ইসলামী আন্দোলন) ও আশেক এলাহী (খেলাফত মজলিস)।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, গত দুই দিনে যশোরে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যারা বাদ পড়েছেন, তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। শনিবার জেলার বাকি দুটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে।
যশোরের সামগ্রিক নির্বাচনী তথ্য
যশোরের ৬টি সংসদীয় আসনে এবার মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিএনপি ১০ জন, জামায়াতে ইসলামী ৬ জন, জাতীয় পার্টি ৬ জন এবং স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন।
নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখ:যাচাই -বাছাই শেষ: ৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি। প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি (সকাল ৭:৩০) পর্যন্ত।*্ভোটগ্রহণ ও গণভোট: ১২ ফেব্রুয়ারি।

আরো পড়ুন

সর্বশেষ