যশোরে নাশকতার তিন মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

আরো পড়ুন

যশোরের বিভিন্ন স্থানে পুলিশ ও ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) যৌথ অভিযান চালিয়ে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ২০২৪ সালের ৪ আগস্ট বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ এবং পরবর্তী সময়ে বাসে আগুন ও সড়ক অবরোধের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
* সাইদুর রহমান খোকন ওরফে বাবু (৫৫): তিনি সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। গত ২ জানুয়ারি সন্ধ্যায় এড়েন্দা বাজার থেকে তাকে আটক করা হয়।
* ফয়সাল হোসেন (৩৮): শহরের ষষ্টিতলা পাড়ার এই আওয়ামী লীগ কর্মীকে ডিবি পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।
(উপরোক্ত দুজনকে ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।)
* নজরুল ইসলাম সোহাগ (৪৮): শহরের বেজপাড়া মাহফুজ সড়ক এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা। তাকে ১২ নভেম্বর উপশহর পার্ক রোডে একটি বাসে আগুন দেওয়ার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।
* শহিদুল ইসলাম (৫০): তরফ নওয়াপাড়া এলাকার বাসিন্দা ও নওয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। ১৮ নভেম্বর যশোর-মণিরামপুর সড়কের কালাইতলায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার বিভিন্ন মামলায় জড়িেত আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশ ও ডিবি পুলিশ সমন্বিত অভিযান চালায়। গ্রেপ্তারকৃত চারজনকে আজ ৩ জানুয়ারি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

আরো পড়ুন

সর্বশেষ