আদালত প্রতিবেদক | যশোর যশোরের বিশিষ্ট আইনজীবী অশোক কুমার রায়ের জীবন ও কর্মের প্রতি সম্মান জানিয়ে জেলা ও দায়রা জজ আদালতে ‘ফুলকোর্ট রেফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এই বিশেষ স্মরণসভা ও শোকসভার আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা (১)-এর সভাপতিত্বে এই শোকসভা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর। সভায় বক্তারা মরহুম আইনজীবীর দীর্ঘ পেশাদার জীবন এবং সামাজিক অবদানের কথা তুলে ধরেন।
বক্তব্য প্রদান করেন সাবেক সভাপতি যথাক্রমে নজরুল ইসলাম, শেখ আব্দুল মোহায়মেন ও দেবাশীষ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, সহসভাপতি বাসুদেব বিশ্বাস, যুগ্ম সম্পাদক নূর আলম পান্নু এবং আইনজীবী মিলন কুমার মিত্র, আবুল কায়েস ও কাজী রেফাত রেজওয়ান সেতু।
শোক ও প্রার্থনা
সভার শেষে প্রয়াত অশোক কুমার রায়ের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করা হয়। এসময় পবিত্র গীতা থেকে পাঠ করেন অ্যাডভোকেট নব কুমার কুন্ডু। আইনজীবী নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
গত ১৯ ডিসেম্বর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রবীণ এই আইনজীবী। তাঁর প্রয়াণে যশোরের আইনাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে (
শ্রদ্ধা ও ভালোবাসায় অ্যাডভোকেট অশোক কুমার রায়কে স্মরণ করল যশোরের আদালত ও আইনজীবী সমিতি

