যশোরে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ: টানা দুইদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায়

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক | যশোর তীব্র শীত ও হিমেল বাতাসে যশোরে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। জেলায় টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) যশোরে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা বর্তমানে সারা দেশের মধ্যে সর্বনিম্ন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত বৃহস্পতিবারও যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকায় বর্তমানে এই জেলায় ‘মাঝারি শৈত্যপ্রবাহ’ বয়ে যাচ্ছে। চলতি মৌসুমে এ নিয়ে মোট চারবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড করা হলো।
হাড়কাঁপানো শীতের সঙ্গে উত্তরীয় হিমেল বাতাসের দাপটে জুবুথুবু হয়ে পড়েছে মানুষ ও প্রাণিকুল। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বাতাসের তীব্রতায় শীতের প্রকোপ কমছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। তীব্র শীতের কারণে কাজ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে তাদের জন্য।
শহরের রাস্তাঘাটে যানচলাচল কমে গেছে এবং সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে দেখা যাচ্ছে না। শীতের এই দাপটে স্থানীয় নিম্নআয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
যশোরের আবহাওয়ার রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, ২০১৩ সালের জানুয়ারিতে জেলায় এ যাবৎকালের সর্বনিম্ন ৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে শীতের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ