নিজস্ব প্রতিবেদক | যশোর যশোর শহরের একটি বিশাল এলাকায় আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে জানানো হয়েছে, চাঁচড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ফিডারগুলোতে মেরামতের কাজ চলবে। ফলে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকা এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে। এলাকাগুলো হলো:
* চাঁচড়া মধ্যপাড়া, গোলদার বাড়ী ও চেকপোস্ট।
* চোরমারা দীঘির পাড়, আলীগড় মসজিদ ও হাজাম পাড়া।
* খড়কি পীরবাড়ী, কবরস্থান রোড, কারবালা ও তিনখাম্বার মোড়।
* আরবপুর, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড ও বিমান বন্দর রোড।
* রাজারহাট, কচুয়া এবং রিপন মেটালসহ আশপাশের এলাকা।
মূলত চাঁচড়া, সিএন্ডবি, কচুয়া ও আদ-দ্বীন ফিডারের আওতাভুক্ত সকল গ্রাহক এই সীমার মধ্যে পড়বেন
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন জানিয়েছেন, সিস্টেমের সক্ষমতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই বার্ষিক রক্ষণাবেক্ষণ অপরিহার্য। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

