ঢাকা ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে সকল খুনিকে শনাক্ত করে চার্জশিট দেওয়া না হলে সরকার পতনের একদফা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন, যার ফলে আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।’
অবরোধ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে আব্দুল্লাহ আল জাবের সরকারের বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ২১ দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে না পারা সরকারের সদিচ্ছার অভাবেরই প্রমাণ।
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন:
* সরকারকে ৭ জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলকে চিহ্নিত করে চার্জশিট দাখিল করতে হবে।
* শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দিয়ে দায় সারার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
* যদি এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে ৭ জানুয়ারির পর সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু করা হবে।
বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ওসমান হাদি হত্যা: ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

