যশোরে সাব-রেজিস্ট্রি অফিসের প্রাচীন রেকর্ডরুমে আগুন:

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্রিটিশ আমলের বহু পুরাতন ও মূল্যবান দলিল-দস্তাবেজ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রাচীন ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টা ১০ মিনিটে তারা সাব-রেজিস্ট্রি অফিসের পশ্চিম দিকের পুরাতন ভবনে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার পরপরই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত ঘোষণা করা ওই ভবনে স্তূপ করে রাখা অসংখ্য পুরনো রেকর্ডপত্র আগুনে পুড়ে গেছে। এছাড়া আগুনের হাত থেকে রক্ষা পেলেও দমকলের ছিটানো পানিতে ভিজে নষ্ট হয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কী কী গুরুত্বপূর্ণ দলিল হারিয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
ভবনের ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান অবস্থা
সূত্রমতে, এই ভবনটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ১৭৫১ সালে ব্রিটিশ শাসনামলে এখানে সরকারি কার্যক্রম শুরু হয়েছিল। অনেক আগেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও আইনি বা প্রশাসনিক জটিলতায় এটি সংস্কার বা ভেঙে ফেলা সম্ভব হয়নি। ভবনটি বর্তমানে বটবৃক্ষ ও লতাপাতায় ঢেকে গেলেও এখানে দীর্ঘকাল ধরে প্রাচীন রেকর্ডপত্র সংরক্ষণ করা হতো।
রহস্যজনক আগুনের কারণ
অন্ধকারচ্ছন্ন ওই পরিত্যক্ত ভবনের ভেতর বিভিন্ন ধরনের মাদকের খালি বোতল পড়ে থাকতে দেখা গেছে। সেখানে বখাটে বা মাদকসেবীদের আনাগোনা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো, সে বিষয়ে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
সবশেষ আপডেট ও বিস্তারিত খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার মতামত জানান নিচের কমেন্ট বক্সে।

আরো পড়ুন

সর্বশেষ