্বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আবেগপ্লুত কণ্ঠে রুহুল কবির রিজভী বলেন, “গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী এবং মানুষের নাগরিক ও বাক-স্বাধীনতা রক্ষার আপসহীন কিংবদন্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। তার এই মর্মস্পর্শী মৃত্যুতে বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।”
দলীয় প্রধানের বিদেহী আত্মার প্রতি সম্মান জানাতে বিএনপি নিম্নলিখিত কর্মসূচিগুলো পালন করবে:
দেশব্যাপী শোক: আজ মঙ্গলবার থেকে পরবর্তী সাত দিন (এক সপ্তাহ) দেশব্যাপী শোক পালন করা হবে।কালো পতাকা উত্তোলন: শোকের সাত দিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে।
* কালো ব্যাজ ধারণ: দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিন সার্বক্ষণিক কালো ব্যাজ ধারণ করবেন।
* কুরআন খতম ও দোয়া: প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
* শোক বই (Condolence Book) খোলা: নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়, গুলশান কার্যালয় এবং সকল জেলা কার্যালয়ে শোক বই খোলা রাখা হবে। যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের শোকবার্তা ও স্বাক্ষর প্রদান করবেন।
রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষ অনুরোধ জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস ও কিডনিসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। আজ ভোরে তার মৃত্যুতে বাংলাদেশের দীর্ঘ চার দশকের একটি রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল
বেগম জিয়ার প্রয়াণে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা

