নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। দলের দুঃসময়ে ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, বিগত বছরগুলোতে হামলা-মামলার কঠিন সময়ে আবুল হোসেন আজাদ রাজপথে সক্রিয় থেকে নেতাকর্মীদের আগলে রেখেছেন। তাদের অভিযোগ ও দুঃসময়ে আশ্রয় এবং আইনি সহায়তা দিয়ে কেশবপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীদের কাছে তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং রাজপথের লড়াকু নেতা হিসেবে পরিচিতি।
রাজনীতির পাশাপাশি সমাজসেবায় আবুল হোসেন আজাদের বিশেষ পরিচিতি রয়েছে। নিজস্ব অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও দলীয় কার্যালয় নির্মাণে তিনি বড় অবদান রেখেছেন। বিশেষ করে, নিজের জমিতে বিনামূল্যে দোকানঘর বরাদ্দ দিয়ে অসহায় পরিবারগুলোর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া তার মানবিক গুণাবলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মনোনয়ন পাওয়ার পর আবুল হোসেন আজাদ গণমাধ্যমকে বলেন:
> “আলহামদুল্লিাহ, দল আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমি বিশ্বাস করি, কেশবপুরের সকল স্তরের নেতাকর্মীকে সাথে নিয়ে জনগণের বিপুল সমর্থনে এই আসনে আমরা ধানের শীষকে বিজয়ী করতে পারব, ইনশাআল্লাহ।”
কেশবপুর আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবুল হোসেন আজাদ

