সকল জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চূড়ান্ত মনোনয়ন পেলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে নুরুজ্জামান লিটনকে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। এর আগে এই আসনে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে তীব্র অসন্তোষ দেখা দেয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুসহ স্থানীয় শীর্ষ নেতারা মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বাতিলের দাবি তোলেন। তাদের অভিযোগ ছিল:
* দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে তৃপ্তি এলাকায় অনুপস্থিত ছিলেন।
* রাজপথে নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের তিনি যথাযথ মূল্যায়ন করেননি।
তৃণমূলের এই দাবি ও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত হাইকমান্ড প্রার্থী পরিবর্তন করে নুরুজ্জামান লিটনকে বেছে নেয়।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন,
“দল থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি নুরুজ্জামান লিটনকে দেওয়া হয়েছে। দ্রুতই পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে তাকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।”
মনোনয়ন পাওয়ার পর নুরুজ্জামান লিটন তার প্রতিক্রিয়ায় বলেন,
“শুরুতে একাধিক প্রার্থীর নাম আসতে পারে—এমন আভাস আগে থেকেই ছিল। অবশেষে দল আমার ওপর আস্থা রেখে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় আমি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

