সত্য ও ন্যায়ের বার্তা নিয়ে শুভ বড়দিন আজ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আজ ২৫ ডিসেম্বর, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ (ক্রিসমাস)। খ্রিষ্টধর্মের প্রবর্তক প্রভু যিশুখ্রিষ্টের জন্মতিথি হিসেবে দিনটি বিশ্বজুড়ে আনন্দ ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবজাতিকে সত্য, ন্যায় ও মুক্তির পথে পরিচালিত করতেই এই দিনে বেথলেহেমে জন্ম নিয়েছিলেন প্রভু যিশু।
আলোকসজ্জা ও ধর্মীয় প্রার্থনা
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝেও বইছে উৎসবের আমেজ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি গির্জা ও উপাসনালয়কে বর্ণিল আলোকসজ্জা এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। শিশুদের জন্য থাকছে সান্তাক্লজের বিশেষ উপহারের আয়োজন। উৎসব নির্বিঘ্ন করতে রাজধানীসহ দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খ্রিষ্টান নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
* ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
* ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ।
* বিভিন্ন গির্জা ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এক বাণীতে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বাণীতে তিনি বলেন:
“শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তাদের সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। এই উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।”
সব মিলিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে বাংলাদেশে উদযাপিত হচ্ছে ২০২৫ সালের বড়দিন।

আরো পড়ুন

সর্বশেষ