জাগো সংবাদ: বাজার দরের সাথে সঙ্গতি রেখে হোটেল সেক্টরে কর্মরত শ্রমিকদের নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকার করার দাবিতে ও নিয়োগপত্র, পরিচয়পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন করার দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠন কার্যালয় হতে শুরু করে প্রেসক্লাব যশোরের সামনে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ^াস, সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, শ্রমিক নেতা কামরুজ্জামান রাজেশ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা শাখার সহ সভাপতি মুজিবুর রহমান খান মহারাজ, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, শ্রমিক নেতা গোবিন্দ বিশ্বাস, ছাত্রনেতা মধুমঙ্গল বিশ্বাস।
পথসভা পরিচালনা করেন যশোর জেলা শাখার যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন। পথসভায় বক্তাগণ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সবকিছুর দাম লাগামহীনভাবে বাড়ছে। কিন্ত হোটেল শ্রমিকদের বর্তমান মজুরি কাঠামোতে তা দিয়ে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বেঁচে থাকার জন্য ও পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপনের জন্য একজন হোটেল শ্রমিকের নিম্নতম ২০ হাজার টাকা বেতন করার দাবি জানানো হয়। পাশাপাশি শ্রম আইন বাস্তবায়ন করার জন্য প্রশাসন ও মালিকদের প্রতি সদয় দৃষ্টি কামনা করা হয়।

