নিজস্ব প্রতিবেদক ॥ যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থকদের উপর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের লোকজনের হামলার অভিযোগ করা হয়েছে। হামলায় ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতরা হলেন, ওই এলাকার মৃত সমশের আলী ধাবকের ছেলে আব্দুল খালেক ধাবক (৬৫), তার ছেলে মোস্তাক ধাবক (৪৫) ও সাইফুল ইসলাম সাঈদ ধাবক (৩৫)। এদিকে ঘটনার প্রতিবাদে আব্দুল খালেকের সমর্থকরা বুধবার দুপুরে বাগআঁচড়া সাতমাইল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় প্রায় ১ ঘণ্টা সড়কের দু’পাশের বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ ছিলো। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত আব্দুল খালেক ধাবক জানান, মঙ্গলবার রাতে সাতমাইলে স্থানীয় গরুহাট শেষ করে আব্দুল খালেকসহ ১০/১২ জন মোটরসাইকেলে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় বাগআঁচড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তখন ৫টি মোটরসাইকেল ভাংচুর করে ও ৪টি মটর সাইকেল সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য আব্দুল খালেক ধাবক, তার ছেলে মোস্তাক ধাবক ও সাইফুল ইসলাম সাঈদ ধাবকে চিকিৎসক যশোরে রেফার করেন।
জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস্ জানিয়েছেন, বুধবার সকালে শার্শা থেকে তিনজন আহত অবস্থায় হাসপাতালে আসলে ভর্তি করা হয়।
বাগআঁচড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ৭

