যশোরে বাসের মধ্যে বিষপান

আরো পড়ুন

যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ভেতর ইঁদুর মারার ওষুধ খেয়ে নাজমা (২৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাজমা যশোর শহরের পালবাড়ী তেতুলতলা মোড় এলাকার সোহানের সাবেক স্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর নাজমা স্বেচ্ছায় তার স্বামী সোহানকে তালাক (ডিভোর্স) দিয়ে বাবার বাড়িতে চলে যান। এর কয়েকদিন পর, গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতর তিনি গোপনে ইঁদুর মারার ওষুধ সেবন করেন।
বাসের মধ্যে তাকে অসুস্থ অবস্থায় ছটফট করতে দেখে হেলপার তার মোবাইল ফোন থেকে সাবেক স্বামী সোহানকে বিষয়টি জানান। খবর পেয়ে সোহান দ্রুত রাজারহাট তেল পাম্পের সামনে থেকে নাজমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, দাম্পত্য কলহ বা বিচ্ছেদজনিত মানসিক অবসাদ থেকে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরো পড়ুন

সর্বশেষ