হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের পাশে অনিন্দ্য ইসলাম অমিত

আরো পড়ুন

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খানসহ সদর হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে আহত ও অসুস্থদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
পরিদর্শনকালে অনিন্দ্য ইসলাম অমিত কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাধীন নেতাকর্মীদের শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি আহতদের উন্নত ও প্রয়োজনীয় সকল চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান এবং ব্যক্তিগতভাবে পাশে থাকার আশ্বাস দেন।
নেতাকর্মীদের মনোবল বৃদ্ধিতে অমিত
হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের অনিন্দ্য ইসলাম অমিত বলেন:
> “দলীয় আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী আহত ও নির্যাতনের শিকার হয়েছেন। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। বিএনপি সবসময় তার কর্মীদের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
>
তিনি আরও মন্তব্য করেন যে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা শত জেল-জুলুম ও নির্যাতনের মুখেও কখনো পিছপা হয়নি। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং কর্মীদের ধৈর্য ও মনোবল অটুট রাখার আহ্বান জানান।
সংহতি ও ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়
এসময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিদর্শনে জেলা ও সদর উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ