জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: অনিন্দ্য ইসলাম অমিত

আরো পড়ুন

যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কালজয়ী আদর্শ ধারণ করেই আমরা রাজনীতি করছি। জনগণের পূর্ণ ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব এবং বিজয় ছিনিয়ে এনে তবেই ঘরে ফিরব।”
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা মৎস্যজীবী দল আয়োজিত ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরিকুল ইসলামের আদর্শে যশোর জাতীয়তাবাদের দুর্গ
বিরামপুর এলাকায় ভৈরব নদের পাড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অমিত আরও বলেন, যশোরের গণমানুষের নেতা মরহুম তরিকুল ইসলাম শহীদ জিয়ার আদর্শকে এই অঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তাঁরই বলিষ্ঠ নেতৃত্বে যশোর জাতীয়তাবাদের এক অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। বর্তমান প্রজন্ম সেই চেতনাকেই ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
৬৮ শহীদের রক্ত বৃথা যেতে দেব না
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যশোরের নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন:
> “যশোরে বিএনপির ৬৮ জন বীর সহযোদ্ধা রাজপথে প্রাণ দিয়েছেন। জেল-জুলুম আর চরম সংকটের মুখেও এ অঞ্চলের কর্মীরা পিছু হটেনি। শত প্রতিকূলতার মধ্যেও তারা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন। সেই রক্ত বৃথা যেতে পারে না।”
কর্মীদের চাঙ্গা করতে অমিত বলেন, দীর্ঘ লড়াইয়ের পর দেশ আজ বিজয়ের দ্বারপ্রান্তে। তবে চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বিশ্রামের কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যশোরের প্রতিটি নেতাকর্মী অতীতের মতো আগামী দিনেও রাজপথে সক্রিয় থাকবে।
কর্মসূচির বিবরণ
জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সভাপতি, জেলা বিএনপি।
* ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি।
* আঞ্জারুল হক খোকন, সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ভৈরব নদে প্রায় চার মণ মাছের পোনা অবমুক্ত করেন। এতে জেলা মৎস্যজীবী দল ও বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ