যশোরের যানজট নিরসনে আর কোনো ছাড় নয়’: পৌর প্রশাসক রফিকুল হাসান

আরো পড়ুন

যশোর শহরের তীব্র যানজট নিরসনে এবার কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। তিনি স্পষ্ট জানিয়েছেন, নাগরিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে এবং দায়িত্বশীল ভূমিকা পালন না করলে এই সংকট সমাধান করা অসম্ভব।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পৌরসভা মিলনায়তনে ‘যশোর যানজট মুক্ত ও নিরাপদ যাতায়াতের শহর চাই’ শীর্ষক এক মিডিয়া ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক গ্রামের কাগজ ও জনউদ্যোগ যশোর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, “একদিকে শহরের মানুষ যানজটমুক্ত সড়ক চায়, আবার অন্যদিকে অবৈধ যান ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চালালে মানবিকতার অজুহাত তোলা হয়। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কোনো ছাড় দেওয়া হবে না।”
বক্তব্যে তিনি শহরের সংকটের কিছু মূল কারণ তুলে ধরেন:
* অবৈধ যানবাহনের আধিক্য: পৌরসভা এলাকায় ৪,৫০০ ইজিবাইক ও ৩,০০০ রিকশার লাইসেন্স থাকলেও বাস্তবে তার কয়েক গুণ বেশি অবৈধ যানবাহন চলাচল করছে।
* ফুটপাত দখল: বারবার উচ্ছেদ অভিযান চালানোর পরও কিছু সময়ের মধ্যেই ফুটপাত পুনরায় দখল হয়ে যাচ্ছে।
* পার্কিং সমস্যা: অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
কঠোর আইনি পদক্ষেপের ঘোষণা
পৌর প্রশাসক জানান, শহরের দীর্ঘমেয়াদি স্বার্থে এখন থেকে লাইসেন্সবিহীন ইজিবাইক ও রিকশা জব্দ করা হবে। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী বলেন, “ট্রাফিক বিভাগ আর নরম অবস্থানে থাকবে না। ইজিবাইক ও রিকশার গতিপথ নির্ধারণ এবং অবৈধ পার্কিং উচ্ছেদে এখন থেকে ধারাবাহিক অভিযান চালানো হবে।”
গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কী নোট পেপার) উপস্থাপন করেন পত্রিকার বার্তা সম্পাদক মিলন রহমান। আলোচনায় অংশ নেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ, অ্যাডভোকেট আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সাংবাদিক সাজেদ রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তারা সবাই শহরকে যানজটমুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন

সর্বশেষ