খুলনার বটিয়াঘাটায় আক্তার হোসেন (৪৫) নামে এক হোটেল কর্মচারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার বটিয়াঘাটার দারোগার ভিটা সংলগ্ন আলী নগর বিলে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত আক্তার হোসেন নগরীর গল্লামারী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি হোটেলের কর্মচারী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
আহত আক্তার হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিনি বাড়িতেই ছিলেন। ওই সময় তার ভাগ্নে শাহেদের ৪-৫ জন বন্ধু তাকে কথা বলার জন্য ডেকে দারোগার ভিটা এলাকায় নিয়ে যায়। সেখানে নির্জন স্থানে পৌঁছামাত্রই তারা তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এক পর্যায়ে হামলাকারীরা তার দুই হাতের কব্জির রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।
খুমেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. বাপ্পা রাজ জানান, ধারালো অস্ত্রের আঘাতে আক্তার হোসেনের দুই হাতই গুরুতর জখম হয়েছে। বিশেষ করে তার বাম হাতের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে (NITOR) স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
> “দুর্বৃত্তরা আক্তার হোসেনের পূর্ব পরিচিত ছিল। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আলী নগর নামক একটি বিলের মধ্যে জখম করা হয়েছে। কী কারণে এই নৃশংস হামলা চালানো হয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”?
খুলনায় ডেকে নিয়ে হোটেল কর্মচারীর দুই হাতের রগ কাটল দুর্বৃত্তরা

