অভয়নগরে ব্যবসায়ীকে বালুচাপা দিয়ে চাঁদাবাজি: জনি ও তার বাবার বিরুদ্ধে চার্জশিট

আরো পড়ুন

যশোরের অভয়নগরে বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বুক পর্যন্ত বালুতে পুঁতে ৪ কোটি টাকা চাঁদাবাজির আলোচিত মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান জনি ও তার বাবা কামরুজ্জামান মজুমদারকে প্রধান অভিযুক্ত করে মোট ১০ জনের বিরুদ্ধে এই চার্জশিট প্রদান করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই সালাহউদ্দিন খান চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত করেছেন তারা হলেন— আসাদুজ্জামান জনি, তার বাবা কামরুজ্জামান মজুমদার, কামরুজ্জামান মিঠু, এনায়েত হোসেন শান্টু, বায়েজিদ হোসেন তরফদার, মারুফ হাসান তুহিন, রুহুল আমিন, সম্রাট হোসেন বাবু, মফিজুর রহমান ও সৈকত হোসেন হিরা।
ঘটনার বিবরণ:
মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ব্যবসায়ী টিপুকে কৌশলে জনির অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ২ কোটি টাকা দাবি করা হলে টিপুর স্ত্রী ব্যাংকের মাধ্যমে ওই টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর সেদিন তাকে মুক্তি দেওয়া হয়।
পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে টিপুকে আবারও অপহরণ করে জনির মালিকানাধীন ‘কণা ইকো পার্কে’ নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্মমভাবে মারধর করার পর গর্ত খুঁড়ে বুক পর্যন্ত বালুচাপা দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রাণ বাঁচাতে ব্যবসায়ী টিপু তার ম্যানেজারের মাধ্যমে আরও ১ কোটি টাকা প্রদান করেন এবং ১ কোটি টাকার একটি চেক লিখে দিতে বাধ্য হন।
:
তদন্ত কর্মকর্তা জানান, গত ৩ আগস্ট ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। প্রাথমিক এজাহারে ৬ জনের নাম থাকলেও দীর্ঘ তদন্তে আরও ৪ জনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। অপরাধের অকাট্য প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ১০ জনের নামেই আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, এই রোমহর্ষক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্ত আসাদুজ্জামান জনিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ