আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার বেলা ১১টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. রনি খাতুনের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ডা. মোসলেহ উদ্দিন ফরিদের প্রবাসে অবস্থান ও ব্যস্ততার কারণে তার পক্ষে দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই কার্যক্রমে অংশ নেন।)
* মাওলানা আরশাদুল আলম (জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য)
* মাওলানা গোলাম মোরশেদ (চৌগাছা উপজেলা আমীর)
* মাওলানা আব্দুল আলীম (ঝিকরগাছা উপজেলা আমীর)
* মাওলানা নুরুল ইসলাম (নায়েবে আমীর)
সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা:
মনোনয়নপত্র হস্তান্তরের সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. রনি খাতুন উপস্থিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। একইসঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান।
নেতৃবৃন্দের প্রতিক্রিয়া:
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, “যশোর-২ আসনটি ঐতিহাসিকভাবেই জামায়াতের জন্য উর্বর ভূমি। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। এই আসনে আমাদের অতীতের জয়ের গৌরবময় ইতিহাস রয়েছে এবং আগামীতেও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী জয়লাভ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ দাবি করেন, “বর্তমানে ঝিকরগাছা ও চৌগাছার সাধারণ মানুষের মাঝে ডা. ফরিদের পক্ষে এক অভাবনীয় গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বিপুল ব্যবধানে জয়ী হয়ে এই অঞ্চলের মানুষের সেবার সুযোগ পাবেন।”
উল্লেখ্য, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ একজন খ্যাতিমান চিকিৎসক ও শিক্ষাবিদ। তার এই নির্বাচনে অংশগ্রহণ যশোর-২ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
যশোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ: জয়ের ব্যাপারে আশাবাদী দলীয় নেতৃবৃন্দ

