যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও ভারতীয় পণ্য জব্দ

আরো পড়ুন

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল শাহজাদপুর, শালকেনা বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
জব্দকৃত মালামাল ও বাজারমূল্য
বিজিবি সূত্রে জানা গেছে, দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে:
* ভারতীয় WINCEREX কফ সিরাপ (নেশাজাতীয় মাদক)।
* বিভিন্ন ধরনের ভারতীয় কীটনাশক।
* শাড়ি, কম্বল, শাল-চাদর এবং বিভিন্ন প্রসাধনী (কসমেটিক্স) সামগ্রী।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, “পাচারকারী চক্রকে চিহ্নিত করতে এবং অবৈধ পণ্য দেশে প্রবেশ রোধে আমাদের বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও স্পষ্ট করেন যে, সীমান্ত এলাকা দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং পণ্য পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও বজায় থাকবেব

আরো পড়ুন

সর্বশেষ