, যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ আগামী দিনে কোন পথে এগিয়ে যাবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত এক বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্কতা
যশোর শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত এই সভায় অধ্যাপক নার্গিস বেগম বলেন, “বাংলাদেশ আমাদের রক্তের বিনিময়ে অর্জিত, এটি কারও দয়ার দান নয়। চব্বিশের রক্তাক্ত গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মাধ্যমে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। এখন সমগ্র জাতি একটি নতুন সূর্যোদয়ের অপেক্ষায়।” তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, যারা পালিয়ে থেকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে, তাদের আর কোনোদিন স্বৈরাচারের কালো ছায়া নামাতে দেওয়া হবে না।
অমিতের বক্তব্য: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ডাক
সভার প্রধান বক্তা ও যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “একাত্তরের সূর্যসন্তানরা বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিলেন। কিন্তু ২০০৮ সালে পার্শ্ববর্তী দেশের সাজানো নীলনকশার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় বসিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়।” তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছরের দীর্ঘ লড়াইয়ের পর এখন জনগণই নির্ধারণ করবে কাদের হাতে দেশ নিরাপদ।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন:
* দেলোয়ার হোসেন খোকন, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।
* রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সভাপতি, নগর বিএনপি।
* আঞ্জুরুল হক খোকন, সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি।
* জেলা মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ।
সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।
আগামী ২০২৬ সালের নির্বাচনই ঠিক করবে বাংলাদেশের পথ: যশোরে অধ্যাপক নার্গিস বেগম

