যশোর: যশোরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হয়েছে। সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানের বিস্তারিত ও আটকের তালিকা
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের অভিযানে আটক ৬ জনের মধ্যে রয়েছেন:
* বাবুল গাজী: জেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
* শরীফ আব্দুল্লাহ আল মারুফ পিয়াল: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা।
* শরীফ আব্দুল্লাহ আল মাসুদ হিমেল: জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
* আলী হোসেন ও উজ্জ্বল হোসেন: যুবলীগ নেতা ও ইউপি সদস্য।
এছাড়া বাঘারপাড়া, শার্শা, অভয়নগর, কেশবপুর ও মণিরামপুর থানা এলাকায় অভিযানে আরও ১৩ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা, ককটেল উদ্ধার ও সহিংসতার অভিযোগ রয়েছে।
সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
এদিকে, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচিত আহ্বায়ক আবুল কালাম আজাদকে বেনাপোল স্থলবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট যাচাই করে ‘স্টপলিস্ট’-এ নাম পাওয়ায় তাকে আটক করে। পরবর্তীতে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
পুলিশ জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এই ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করা হচ্ছে। জেলার অপরাধী ও নাশকতার পরিকল্পনাকারীদের ধরতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

