যশোর-৪: আচরণবিধি লঙ্ঘন করে মিছিল-শোডাউন, বিএনপি প্রার্থী আইয়ুবকে শোকজ

আরো পড়ুন

যশোরে  নির্বাচনী আচরণবিধি অমান্য করে নেতাকর্মীদের নিয়ে মিছিল ও শোডাউন করায় যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত সোমবার (১৫ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, গত সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে নেতাকর্মীরা পুরো বাজার প্রদক্ষিণ করেন। মিছিলটির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এবং প্রার্থী নিজে সেটি তার ফেসবুক আইডিতে শেয়ার করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলেও তার আগেই নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।
* ** বিধিমালা ২০২৫:** রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার, মিছিল বা শোডাউন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
* নির্দেশনা: বিধি ভঙ্গের কারণে কেন প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার বলেন, “প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও তার পক্ষে নেতাকর্মীরা শোডাউন করেছেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব জানান, মঙ্গলবার তিনি শোকজের লিখিত জবাব দাখিল করেছেন। তিনি বলেন, “হাটবারের দিন নেতাকর্মীরা অনেকটা অজ্ঞতাবশত আবেগে মিছিল করেছে। আমরা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন জানিয়েছি।”
ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন

সর্বশেষ