যশোরে তানভীর হত্যা মামলার মূলহোতা মুসা গ্রেপ্তার: ককটেল ও ম্যাগাজিন উদ্ধার, স্ত্রী হেফাজতে

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর শহরের আলোচিত তানভীর হত্যা মামলার ১ নম্বর আসামি ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাব্বি ইসলাম মুসাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে তার শংকরপুরস্থ বাড়িতে অভিযান চালিয়ে ৫টি ককটেল ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিরামপুর থেকে মুসাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় র‍্যাব। শংকরপুর এলাকায় তার বাড়ির পাশের একটি ময়লার স্তূপ থেকে বিশেষ কায়দায় রাখা ৫টি ককটেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন জব্দ করা হয়। এ সময় অস্ত্রের বিষয়ে তথ্য গোপন ও জড়িত থাকার সন্দেহে মুসার স্ত্রী মুক্তা খাতুনকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাব।
গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে সন্ত্রাসী হামলায় খুন হন শংকরপুর হাজারিগেট কলোনি পাড়ার বাসিন্দা তানভীর। নিহত তানভীর নিজেও ছয়টি মামলার আসামি ছিলেন। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন মুসা
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মুসা যশোরের একজন চিহ্নিত ও দুর্ধর্ষ সন্ত্রাসী। সে র‍্যাবের তালিকাভুক্ত ১৩ নম্বর আসামি এবং একটি গোয়েন্দা সংস্থারও তালিকাভুক্ত অপরাধী।
বর্তমানে মুসা ও তার স্ত্রীকে র‍্যাব ক্যাম্পে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

আরো পড়ুন

সর্বশেষ