যশোরে চাঁদা না দেওয়ায় কৃষককে কাঁচি দিয়ে কুপিয়ে জখম

আরো পড়ুন

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নে চাঁদার টাকা না দেওয়ায় বজলুর রহমান (৬০) নামে এক কৃষককে কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের কমলাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত বজলুর রহমান কমলাপুর গ্রামের আজাহার বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁদার টাকা দাবি করাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা আলাই বক্স (৬২) ও তাঁর ছেলে কুদ্দুস (২৭)-এর সঙ্গে বজলুর রহমানের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে বজলুর রহমান তাঁর বাড়ির পাশের খেতে কাজ করছিলেন। এ সময় বিবাদীরা সেখানে গিয়ে পুনরায় টাকা দাবি করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলাই বক্স ও কুদ্দুস হাতে থাকা কাঁচি দিয়ে বজলুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন
বজলুর রহমানের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ